Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৪ ১৪৩২, বুধবার ৩০ জুলাই ২০২৫

ভারতে বিমান বিধ্বস্ত :আরোহীর মধ্যে ১৬৯ ভারতীয়, বিদেশি ছিলেন ৬১ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ১২ জুন ২০২৫

প্রিন্ট:

ভারতে বিমান বিধ্বস্ত :আরোহীর মধ্যে ১৬৯ ভারতীয়, বিদেশি ছিলেন ৬১ জন

ছবি- সংগৃহীত

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার (১২ জুন) বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে মোট ৬১ জন বিদেশি নাগরিক ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানে কমপক্ষে ২৪২ জন আরোহী ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন।

সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিমানটি ঘরবাড়ির খুব কাছ থেকেই উড়ে যাচ্ছিল। এরপরই হাঠাৎই সেটি নিচে নামতে শুরু করে এবং একপর্যায়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে পরে প্রচণ্ড ধোঁয়া উড়তে দেখা গেছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি লন্ডন যাচ্ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের আশঙ্ক করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী আরোহী ছিলেন। যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। 

এতে আরও বলা হয়, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables