Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩২, বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমলো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া কমলো

ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের টিকিটমূল্য কমিয়ে বিশেষ ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড প্রাথমিক পর্যায়ে ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য  বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।

বিমান কর্তৃপক্ষ বলেছে, আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে। এই সুবিধা পেতে হলে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসার প্রয়োজন হবে। ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই ভাড়া সুবিধা পাবেন না।

এর আগে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে ১০টি নির্দেশনা দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মঙ্গলবার এ নির্দেশনাগুলো দিয়ে পরিপত্র জারি করে মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক/কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করা হবে।
 
জানা গেছে, কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের উচ্চমূল্যে বিমান ভাড়া নিয়ে বিভিন্নভাবে সমালোচনা ও স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো সরকার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer