Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

ছবি- সংগৃহীত

ব্রাজিলের আমাজন রাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১২ জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন।

শনিবার আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের বার্সেলস প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।আমাজনের গভর্নর উইলসন লিমা মাইক্রোব্লগিং সাইট  এক্সে ( সাবেক টুইটার) বলেছেন, ‘শনিবার বার্সেলসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ যাত্রী ও দুজন ক্রু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’

এয়ারলাইন কোম্পানি ‘দ্য মানাউস অ্যারোট্যাক্সি’ উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।উড়োজাহাজটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে। তবে রয়টার্স এ তথ্য যাচাই করতে পারেনি।

এদিকে ব্রাজিলের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, বিমানটিতে থাকা সব যাত্রী মারা গেছেন। তবে এখন পর্যন্ত রাজ্যের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables