ছবি- সংগৃহীত
সরকারি ব্যয়ে আকাশপথে ‘প্রথম শ্রেণি’তে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে। বুধবার এসংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন।
করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীকরণের নানামুখী পদক্ষেপের আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।বুধবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি খরচে আকাশপথে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। আজ (বুধবার) এসংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী সই করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি খরচে আকাশপথে বিজনেস ক্লাসে ভ্রমণের সুবিধা স্থগিত থাকবে।