
ছবি- সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক অনন্য মাত্রায় পৌঁছেছে। চলতি বছরই ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার টোকিও'তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপান সফলভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিদ্যমান ‘বিস্তৃত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেছে। শেখ হাসিনা বলেন, ‘প্রধানমন্ত্রী কিশিদা ও আমি আজ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আনন্দিত যে বাংলাদেশ ও জাপান সফলভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিদ্যমান ব্যাপক অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে।’