Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

এমপি আনারের মেয়ে ডরিনের ফেসবুক আইডি গায়েব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৩, ১৭ জুন ২০২৪

প্রিন্ট:

এমপি আনারের মেয়ে ডরিনের ফেসবুক আইডি গায়েব

ফাইল ছবি

কলকাতায় ‘খুন হওয়া’ সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। ডরিনের দাবি, তিনি তার ব্যবহৃত অ্যাকাউন্ট চালু করতে পারছেন না। আইডি হ্যাক হয়েছে কিনা তাও বলতে পারছেন না তিনি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদকে জানিয়েছেন ডরিন।

রোববার দুপুরে সাংবাদিকদের ডরিন বলেন, শনিবার রাত ১০টার পর থেকে আমার ব্যবহৃত ভেরিফাইড ফেসবুক আইডিটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে। অনেক চেষ্টা করেও সেটা চালু করতে পারছি না। এ বিষয়ে আমি ঢাকার গোয়েন্দা পুলিশকে জানিয়েছি।

ডরিন আরো বলেন, বাবা হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতাম। এমনকি আমার বাবার হত্যাকাণ্ডে জড়িতদের নিয়ে বিভিন্ন তথ্য ফেসবুকে তুলে ধরতাম। আমার প্রতিবাদ বন্ধ করার জন্য ঘাতকেরা বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে। হয়ত সেজন্যই আমার ফেসবুক আইডিটি রিপোর্ট দিয়ে বন্ধ করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। লোকমুখে জেনেছি। তিনি আইনি সহায়তা চাইলে দেওয়া হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables