Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ১৩ জুন ২০১৬

আপডেট: ১০:১৯, ১৩ জুন ২০১৬

প্রিন্ট:

বিতর্কিত গোলে কোপা থেকে ব্রাজিলের বিদায়

ঢাকা : ব্রাজিলকে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে হটিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পেরু।

খেলার ৭৫ মিনিটের মাথায় রাউল রুইডিয়াজের একটি বিতর্কিত গোলে ১-০ গোলে জয় পায় পেরু।
রিপ্লেতে দেখা যায় এন্ডি পোলোর ক্রস গোললাইন পার করতে বদলি খেলোয়াড় রাউল তার হাত ব্যবহার করেছিলেন।

ব্রাজিলের প্রতিবাদের মুখে রেফারি তার লাইন্সম্যানদের সাথে আলোচনা করেন, তবে শেষপর্যন্ত গোলের সিদ্ধান্তই বহাল রাখেন।

খেলাটি অনুষ্ঠিত হয় ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে। ১৯৮৭ সালের পর এই প্রথম ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকে বাদ পড়লো। পেরু কোপা আমেরিকার গতপর্বেও সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল।