
ছবি- সংগৃহীত
সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই স্বপ্ন ছোঁয়া তো দূরের কথা, কাছেই যেতে পারেনি সাকিব-লিটনরা। টানা ব্যর্থতায় ৯ ম্যাচের ৭টিতেই হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। বিশ বছরের মধ্যে সবচেয়ে বাজে ফল করে দশ দলের মধ্যে অষ্টম হয়েছে সাকিবরা।
বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবিতে সমালোচনার ঝড় উঠলেও এতদিন নীরব ভূমিকা পালন করেছে বিসিবি। অবশেষে বিশ্বকাপে ব্যর্থতার দায় স্বীকার করেলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের কাছে জালাল ইউনুস বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। ডেফিনিটলি, টিম খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, এটাতো আমরা স্বীকার করে নিয়েছি।’
টুর্নামেন্টে বাংলাদেশ অষ্টম হলেও মাঠের খেলায় সবচেয়ে বাজে প্রদর্শনী দেখিয়েছে টাইগাররা। নেদারল্যান্ডসের সঙ্গেও হেরেছে সাকিবরা। পুরো টুর্নামেন্টেই ব্যর্থ ছিলেন ব্যাটাররা, সেরা পেস অ্যাটাক নিয়েও লড়াই করতে পারেনি তাসকিন-মুস্তাফিজরা। এমনটা মানতে পারেনি বিসিবিও।