Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা শেষে গোপালগঞ্জের পথে মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২৭ মার্চ ২০২১

প্রিন্ট:

যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা শেষে গোপালগঞ্জের পথে মোদি

ছবি- সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দিরে প্রার্থনায় অংশ নিয়েছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির সফর ঘিরে যশোরেশ্বরী মন্দির নান্দনিক সাজে সাজানো হয়েছে। 

এর আগে শনিবার সকালে হেলিকপ্টারে শ্যামনগরের ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান মোদি। সাতক্ষীরায় কালীমন্দিরে পূজা-অর্চনা শেষে হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ওড়াকান্দি যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেবেন।