Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

‘তরুণদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বরাদ্দ সময়ের দাবি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১৪ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘তরুণদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে বরাদ্দ সময়ের দাবি’

ছবি : সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ এখন উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার মতো বড় বড় স্বপ্ন বাস্তবায়নের পথে এগুচ্ছে। আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর বড় অংশটিই তরুণ, আর এই তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার ড্রিম ডিভাইজারের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের তরুণদের কেবল সার্টিফিকেট অর্জনের জন্য পড়ালেখা না করে বাস্তব জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য প্রশিক্ষিত হতে হবে।আগামীতে যে তরুণরা দেশকে নেতৃত্ব দিবে তারা বৃহত্তর মানব সমাজ থেকে এ জন্য দরকারি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আতিউর আরও বলেন, তরুণদের নেয়া উদ্ভাবনী উদ্যোগগুলো বাস্তবায়নে সহায়তা করার জন্য জাতীয় বাজেটে এবং ব্যক্তি খাতের সিএসআর তহবিলে বরাদ্দ থাকা এখন সময়ের দাবি।

 

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer