Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

করুণ জীবনচিত্র তুলে ধরলেন তাজরিন দুর্ঘটনায় আহতরা

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ১২ নভেম্বর ২০১৭

আপডেট: ১৯:১০, ১২ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

করুণ জীবনচিত্র তুলে ধরলেন তাজরিন দুর্ঘটনায় আহতরা

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫ বছর পর নিশ্চিন্তপুরের আহত শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যত। তাই শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি নিয়ে আবার সংবাদিকদের মুখোমুখি হলেন সেই দুর্ঘটনায় আহত শ্রমিকরা।

রোববার আশুলিয়া প্রেস ক্লাবে আহত শ্রমিকদের পক্ষে জরিনা বেগমের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সবিতা রানী।

লিখিত বক্তব্যে সবিতা রানী বলেন, তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে ৫ বছরে আহত শ্রমিকদের মধ্যে থেকে অনেকেই মারা গেছেন। যারা বেঁচে আছেন তাদের শারিরীক ও আর্থিক অবস্থা খুবই করুণ। তাই আশুলিয়া এলাকায় একটি স্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপনেরও দাবি জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, আহতদের শ্রমিকদের মধ্যে অনেকেই উপার্জন করতে না পারায় তাদের পরিবারের সন্তানদের শিক্ষা কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। তাই তাদের শিক্ষা ও স্থায়ীভাবে পুনবার্সন নিশ্চিতকরণেরও দাবি জানানো হয়। এছাড়াও বরাদ্দকৃত সহায়তার হিসাব প্রকাশের দাবি জানান তারা।

উল্লেখ্য যে, ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় ১১৪ শ্রমিক। এঘটনায় আহত হয় শতাধিক শ্রমিক।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer