Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩২, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫

মানবাধিকার সংস্থার ব্যর্থতায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের ভাবনা: সালাহউদ্দিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৪৩, ২৮ জুলাই ২০২৫

প্রিন্ট:

মানবাধিকার সংস্থার ব্যর্থতায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের ভাবনা: সালাহউদ্দিন

ফাইল ছবি

দেশের মানবাধিকার সংস্থা গুম, খুন ও নির্যাতনের সঠিক পরিসংখ্যান দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপনের কথা ভেবেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দফতরের মিশন চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া সিদ্ধান্তের বিষয়ে সোমবাররাজধানীতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি

গত ১৫ বছরের গুম, খুন ও নির্যাতনের হিসাবে তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিএনপি চিন্তিত। গুম ও খুন নিয়ে সেই সময়ে কেউ কথা বলতে পারেনি, ফলে সেগুলো হিসাবে আসেনি। এজন্য মানবাধিকার সংস্থার কর্ণধার সঠিক পরিসংখ্যান দিতে পারেননি। সেই প্রেক্ষিতে জাতিসংঘ বাংলাদেশে কার্যালয়ে কথা ভেবেছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত মানবাধিকার দফতরের মিশন চালুর ব্যাপারে যাচাই-বাছাই করে সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা। বিএনপি চায় দেশে মানবাধিকার পরিস্থিতি সমুন্নত থাকুক। রাজনৈতিক দলগুলো যেমন সরকারকে সহযোগিতা করে তেমনি সরকারেরও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকা উচিত।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables