Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩২, শনিবার ০৩ মে ২০২৫

নির্বাচন আয়োজনের ধোঁয়াশা কাটেনি: মান্না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ২ মে ২০২৫

প্রিন্ট:

নির্বাচন আয়োজনের ধোঁয়াশা কাটেনি: মান্না

ফাইল ছবি

নির্বাচন আয়োজনের বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচন আয়োজনের বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ঐকমত্য কমিশনগুলোর কাজ নিয়ে সংশয় রয়ে গেছে।

অন্তর্বর্তী সরকার রাখাইনে মানবিক করিডোর দেয়ার বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘দ্বিমতের বিষয় থাকলে জনগণের কাছে যেতে হবে। তাই অন্তবর্তী সরকারকে সমষ্টিক বিষয় মাথায় নিয়ে জাতীয় স্বার্থে নির্বাচন দিতে হবে।’

জনগণের রায় নিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।এবি পার্টি অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করছে দাবি করে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘পারিবারিক রাজনীতি থেকে বেরিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করার সময় এখন। সেই আলোকে এবি পার্টি নতুন বাংলাদেশ গড়তে চায়।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer