Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩২, বৃহস্পতিবার ০১ মে ২০২৫

মে দিবসে নয়া পল্টনে শ্রমিক দলের সমাবেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১ মে ২০২৫

প্রিন্ট:

মে দিবসে নয়া পল্টনে শ্রমিক দলের সমাবেশ

ফাইল ছবি

বৃহস্পতিবার মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান,  ১ মে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। 

দিবসটি ঘিরে রাজধানীতে শ্রমিক দলের পক্ষ থেকে ১২ দফা দাবিসহ লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে বলেও জানান রিজভী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা। 

ঢাকা এবং এর আশপাশের শিল্পাঞ্চল থেকে বিপুলসংখ্যক শ্রমিক এই সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন রিজভী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer