Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩২, বৃহস্পতিবার ০১ মে ২০২৫

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

ফাইল ছবি

সংস্কারপ্রক্রিয়া শেষ করে দেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মুন্সিরহাট এলাকায় এক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশে অনেক ঘটনা ঘটছে। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিলে এসব সমস্যার সমাধান হবে।তিনি অভিযোগ করেন, বিগত ১৫ বছরে সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর হাজার হাজার মামলা দিয়েছে, গুম-খুনের মতো ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। নির্বাচন, আইন-শৃঙ্খলা, ব্যাংক, শিক্ষাসহ সব কিছু ধ্বংস করে দিয়েছে। এখন দেশকে নতুন করে গড়তে হবে।

তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন সংস্কারের সময়। সংস্কার করে এমন নির্বাচন দিতে হবে, যেখানে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসিনাকে ফেরত দিন। দেশের প্রতি দয়া থাকলে তিনি পালাতেন না।

দেশনেত্রী খালেদা জিয়া তো পালাননি।এর আগে এদিন সকালে ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময়সভায় মির্জা ফখরুল সম্প্রীতির আহ্বান জানান। তিনি বলেন, হিন্দু-মুসলমান এক বৃত্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় আমরা হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে লড়াই করেছি।আপনাদের প্রতি আমাদের অন্তরের টান এখনো আছে। আপনাদের কখনোই আলাদা করে দেখার চেষ্টা করিনি।

মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘আস্থা রাখবেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের বিপদ মানে, আমার বিপদ। আপনাদের শান্তি মানে, আমার শান্তি। আপনাদের সুখ মানে, আমার সুখ। কখনো বিভাজনের রাজনীতি আমরা করিনি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer