Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩২, বৃহস্পতিবার ০১ মে ২০২৫

এশিয়াটিকের ব্যাংক হিসাব স্থগিতে অ্যাটকোর উদ্বেগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

এশিয়াটিকের ব্যাংক হিসাব স্থগিতে অ্যাটকোর উদ্বেগ

ফাইল ছবি

দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক ও নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের হিসাব স্থগিত (ফ্রিজ) করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

বুধবার অ্যাটকোর নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়।

পরে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সব টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাটকোর নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছে।’

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল এক চিঠির মাধ্যমে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক ও নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল।

চিঠিটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer