Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩২, বৃহস্পতিবার ০১ মে ২০২৫

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১ মে ২০২৫

প্রিন্ট:

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল

ছবি- সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেখা যায়, বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও মাথায় টুপি পরে নেতা-কর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন। অনেককে ঢাক-ঢোল বাজাতে দেখা গেছে। এছাড়া দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন নেতা-কর্মীরা।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এ ছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

ওদিকে সমাবেশ শুরুর আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গানে অংশ নেন কণ্ঠশিল্পী কনকচাঁপা ও মৌসুমীসহ বেশ কয়েকজন শিল্পী।

এই সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer