Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

মেজাজ হারিয়ে কর্মীকে চড় মারলেন মির্জা ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

মেজাজ হারিয়ে কর্মীকে চড় মারলেন মির্জা ফখরুল

ফাইল ছবি

মেজাজ হারিয়ে নিজ দলের কর্মীকে থাপ্পড় মেরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গেলে এ ঘটনা ঘটে।

এদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীদের নিয়ে আসে ফখরুল।ফখরুলের মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জিয়ার সমাধিস্থলে ঢোকার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলেন ফখরুল। এসময় তিনি দলের এক কর্মীকে থাপ্পড় মেরে বসেন।

\এরপর মেয়র হিসেবে শপথ নেয়া শাহাদাতসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। পরে সাংবাদিকদের তিনি কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে ডা. শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করায় বিচার ব্যবস্থা ও বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer