Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২১ ১৪৩১, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪

শনিবার সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভের ডাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

শনিবার সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভের ডাক

ফাইল ছবি

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হবে। 

শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জে নিজ গ্রামে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় ও কাপুরুষোচিত হামলা ও হত্যার প্রতিবাদে আগামীকাল ১৪ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer