ফাইল ছবি
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানার নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ঠিক না হওয়ায় তাকে মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।
ডিবি জানায়, গত ৫ আগস্ট ছাত্রজনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই জনরোষের শিকার হতে থাকেন আওয়ামী লীগ নেতারা। অনেকে দেশ ছাড়ার চেষ্টাও করেন। সে সময় বারিধারা এলাকার একটি বাসায় আত্মগোপনে ছিলেন দীপু মনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।




