
ছবি- সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, ‘তারেক ভূত পেয়ে বসেছে বিএনপিকে। সকালে উঠে দ্যাখে নেতার পদ নেই, তারেক জিয়া কেটে দিয়েছে। বিএনপি নেতারা তারেক ভূতের কারণে শঙ্কার মধ্যে আছে, কখন তাদের পদ চলে যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই শঙ্কায় আছেন।’
শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার ড্রিমপ্লাস রিসোর্টে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘উন্নয়ন ও অগ্রগতির জন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে কাজ করছে সরকার, এখানে সার্বভৌমত্ব নষ্ট হওয়ার কিছু নেই। ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ, যা এই এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ রংপুর বিভাগের সরকারদলীয় সকল সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।