
ছবি: বহুমাত্রিক.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু'র ব্যক্তিগত উদ্যোগে বুধবার (১৬ আগষ্ট) নগরীর ০১ নং ওয়ার্ডের ভেটিনারি ট্রেনিং ইনস্টিটিউটে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
বেলা সাড়ে ০৪ টায় মেয়র টিটু এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগিতায় পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে আড়াই শতাধিক মানুষ সেবা গ্রহণ করে। এছাড়াও এ মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় বিভিন্ন ঔষধ বিনামূল্যে সেবাপ্রার্থীদের দেওয়া হয়।
মেয়র টিটু জানান, নাগরিক স্বাস্থ্য সেবায় এ ধরনের ক্যাম্প পরবর্তীতে অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আসাদুজ্জামান বাবু, সেলিনা আক্তার, ভিটিআই এর পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হামিদুল হক লিটন , সাধারণ সম্পাদক এমরান বঙ্গরাজ, ১ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক নাজমুল হাসান ঝিনুক, যুগ্ন- আহবায়ক ইঞ্জি: মিনান হোসেন, ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বাবুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।