Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩১, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের মিলন মেলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ২৮ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের মিলন মেলা

ছবি- বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে সাওতাঁলদের মিলন মেলা। জেলার সীমান্তবর্তী এলাকার গোপালগঞ্জ হাই স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাওতাঁল জনগোষ্ঠীর এ মিলন মেলা।

এ মেলায় রাজশাহী ও রংপুর বিভাগের এই গোত্রের হাজারো মানুষ অংশগ্রহণ করে। প্রিয় মানুষটি’র দেখা হবে প্রাণের এ আকুলতা নিয়েই প্রতিবছর এই দিনটির অপেক্ষা করে তারা।

দূর্গা পূজার দশমীর দ্বিতীয় দিন ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার পূর্বে গোলাপগঞ্জে আয়োজন করা এই মিলন মেলা। বিভিন্ন অঞ্চল হতে আসে সব বয়সের সাওতাঁল নারী-পুরুষরা। তবে মেলা দেখতে ও উপভোগ করতে শুধু সাওতাঁলরাই নয়, এতে সামিল হয়েছিল নানা ধর্ম-গোত্রের মানুষ।

এই মেলার বিশেষ আকর্ষণ সাওঁতাল তরুন-তরুনীরা ঘর বাঁধার স্বপ্ন নিয়ে তাদের পছন্দের জীবন সঙ্গীকে খুঁজতে আসে এখানে। তাই এই দিনটির একটি বিশেষ মর্যাদা রয়েছে তাদের কাছে।

মেলা আয়োজক কমিটির সদস্য লুইস টুডু বলেন, করোনা মহামারীর কারণে এবার তেমন জাগজমক কোন আয়োজন ছিল না।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer