Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

মায়ের জিম্মায় থাকবে জাপানি সেই দুই শিশু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

মায়ের জিম্মায় থাকবে জাপানি সেই দুই শিশু

জাপানি সেই দুই শিশু তার মায়ের জিম্মায় থাকবে বলে রায় দিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।

এর আগে ২২ জানুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছিলেন একই আদালত।

গত বছরের ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সিদ্ধান্ত দেন দুই শিশু কার জিম্মায় থাকবে, তার নিষ্পত্তি হবে পারিবারিক আদালতে হবে এবং তার আগ পর্যন্ত শিশু দুটি তাদের মায়ের কাছেই থাকবে।

এরপর আপিল বিভাগ থেকে মামলাটি পারিবারিক আদালতে যায়। জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer