Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২ ১৪৩২, শনিবার ১৭ মে ২০২৫

হাজারীবাগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা : আহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৪, ১৭ মে ২০২৫

প্রিন্ট:

হাজারীবাগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা : আহত ৩

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ জিগাতলা এলাকায় সামিউর রহমান আলভি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ৩ বন্ধু আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্বজনরা রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মো. ইসমাইল হোসেন জানান, আলভিসহ রাব্বী, জাকারিয়া এবং ইসমাইল জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জন যুবক এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এতে সবচেয়ে বেশি আহত হন আলভি। তাকে প্রথমে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথে মারা যান তিনি।

কী কারণে তাদের উপর হামলা করেছে এ বিষয়ে কেউ কিছু জানেন না বলে দাবি করেন নিহতের বন্ধুরা।

এদিকে নিহতের মামী মাহি আক্তার জানান, আলভির বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার বাবার নাম মশিউর রহমান। বর্তমানে হাজারীবাগ বিজিবি ৫ নম্বর গেট সংলগ্ন প্রেম গলিতে পরিবারের সঙ্গে থাকতেন আলভি। ধানমন্ডি ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।  পাশাপাশি গুলিস্তান একটি মার্কেটে কাজ করতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জিগাতলা এলাকা থেকে স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পিঠে ও পায়ে আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer