ফাইল ছবি
বঙ্গোপসাগরে বজ্রমেঘের সৃষ্টি হয়েছে, এটি লঘুচাপে পরিণত হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলাভিশনকে একথা জানান।তবে এই লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান এ আবহাওয়াবিদ।
তিনি বলেন, গতকাল থেকে দেশের কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েকদিনও কিছু এলাকায় হালকা বৃষ্টি হবে। তবে দাবদাহ কমবে ১১ তারিখের পর।
ঢাকার তাপমাত্রা ১ ডিগ্রির মতে কমেছে। গতকাল ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল আজ ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আগামী ২-১ দিন আরও কমতে পারে, তারপর আবার বাড়বে বলে জানান তিনি।