Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনে অমানবিক অন্যায়-অবিচার বন্ধের দাবি তথ্যমন্ত্রীর 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ১৪ মে ২০২১

প্রিন্ট:

ফিলিস্তিনে অমানবিক অন্যায়-অবিচার বন্ধের দাবি তথ্যমন্ত্রীর 

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় মসজিদ রাজধানীর বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই প্রতিবাদ জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হোক। সেখানে যে অমানবিক অন্যায়-অবিচার চলছে তা বন্ধ হোক।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ঈদের দিন আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশ ভয়াবহ করোনা মহামারি থেকে মুক্তি পাক। দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক। বাংলাদেশের সব মানুষ সুখে থাকুক। ভালো থাকুক। তাদের জীবনে সমৃদ্ধি আসুক।’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables