Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৮, ২৭ নভেম্বর ২০২০

প্রিন্ট:

আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় ক্রসওয়্যার নামের একটি কারখানার ছাদ থেকে পড়ে ফারজানা আক্তার (২৪) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া নতুন পুকুরপাড় এলাকার ক্রসওয়্যার লিমিটেড কারখানার ৭ম তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

নিহত ফারজানা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাড়ই গাঁ গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। তিনি গত ২ মাস আগে ওই কারখানায় কাজে যোগদান করেন। গত ৭/৮ দিন পর আজ কারখানায় কাজে যোগদান করেন তিনি।

ক্রসওয়্যার লিমিটেড কারখানার এইচআর অ্যাডমিন তৌহিদ জানান, বিকেলে কারখানার ছাদ থেকে হঠাৎ পড়ে গেলে এলাকাবাসী ঘিরে ধরে। ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে কারখানায় এসে বিকেলে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে ওই পোশাক কর্মী।

ছাদে পোশাক শ্রমিকদের উঠা নিষেধ থাকলেও কি করে ওই নারী শ্রমিক কারখানার ছাদে উঠল তার সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables