Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

উত্তরায় অবিস্ফোরিত বোমা উদ্ধার: ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ২০ নভেম্বর ২০২০

প্রিন্ট:

উত্তরায় অবিস্ফোরিত বোমা উদ্ধার: ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

রাজধানীর উত্তরা কামার পাড়া ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাসার নিচতলা থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বোমাগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিম কাজ করছে।

শুক্রবার বিকেলে অবিস্ফোরিত বোমাগুলো পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের উপ কমিশনার কাজী শফিকুল আলম।তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা বোমাগুলো পেয়েছি। বোম ডিসপোজাল টিম কাজ করছে। পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে, এগুলো কী ধরনের বিস্ফোরক।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, মূলত উদ্ধার কাজ করছে ডিবি পুলিশ। আমাদের থানা পুলিশের সদস্যরা সেখানে রয়েছে। আমরা জানতে পেরেছি, কয়েকটি ককটেল ধরনের অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। সেগুলো উদ্ধারে কাজ চলছে। সন্ধ্যার পর থেকে বোম ডিসপোজাল টিম সেখানে কাজ করছে।