Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

পারমানবিক অস্ত্র বানাবে না ৫০ দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

পারমানবিক অস্ত্র বানাবে না ৫০ দেশ

সামরিক বাহিনীতে পারমাণবিক অস্ত্রের অন্তর্ভুক্তি নিষিদ্ধ করতে তৈরি হওয়া চুক্তিতে স্বাক্ষর করল বিশ্বের ৫০টি দেশ। আগামী ৯০ দিনের মধ্যে এই চুক্তি কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের তত্ত্বাবধানে দেশগুলোর এমন পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন পারমাণবিক অস্ত্রবিরোধীরা। যদিও যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং নেটো শরিকদের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্র এর বিরোধিতা এবং তীব্র সমালোচনা করেছে।

চলতি বছর জাতিসংঘ গঠন এবং হিরোশিমায় পরমাণু অস্ত্র হামলার ৭৫তম বর্ষপূর্তি। এই চুক্তি সেই ইস্যুতে এক অভাবনীয় সাফল্য বলেই মনে করছেন ২০১৭ সালে শান্তিতে নোবলজয়ী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনের এক্সিকিউটিভ ডিরেক্টর বিয়াট্রিস ফিন।

তিনি বলেন, এই ৫০টি দেশ বুঝতে পেরেছে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুধু অনৈতিকই নয়, অবৈধ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables