Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

পাগলায় মসজিদের ইমামকে জবাই করে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

পাগলায় মসজিদের ইমামকে জবাই করে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে শনিবার রাতে ইমামতি শেষে বাড়ি ফেরার পথে এক ইমামকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমাম।

নিহতের পরিবারের সদস্য, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজিম উদ্দিন প্রতিদিনের ন্যায় সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করে রাত সোয়া আটটার দিকে বাড়ি ফিরছিলেন। সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের নিকটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলা কেটে জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আরও ৫-৬ টি ধারালো অস্ত্রের আঘাত আছে। 

পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’