Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের প্রাচীনতম শুক্রাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

বিশ্বের প্রাচীনতম শুক্রাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

জার্মানি এবং ব্রিটেনের বিজ্ঞানীদের সাথে নিয়ে বিশ্বের প্রাচীনতম প্রাণিজ শুক্রাণু আবিষ্কার করেছে চীনের এক বিশেষজ্ঞ  দল।

শুক্রাণুটি ওস্ট্রাকড নামে এক প্রজাতির ক্রাস্টাসিয়ান (কঠিন আবরণযুক্ত জলজ প্রাণী) থেকে এসেছিল, যা কখনও কখনও ‘সিড শ্রিম্প’ নামে পরিচিত- এটি মহাসাগর, হ্রদ, নদী এবং পুকুরে পাওয়া যেত।

চীনা একাডেমি অব সায়েন্সেসের নানজিং ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিয়ন্টোলজির তথ্য অনুসারে, ছোট একটি খোলসের ভেতরে পাওয়া প্রাণীর এ শুক্রাণুর বয়স আনুমানিক ১০ কোটি বছর। মিয়ানমারে আবিষ্কৃত এ শুক্রাণু বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বলে ধারণা বিশেষজ্ঞদের।

বিশ্বখ্যাত রয়্যাল সোসাইটির জার্নালে বুধবার বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।বিশেষজ্ঞদের তথ্য মতে, এর আগে প্রাণী দেহের সবচেয়ে পুরাতন শুক্রাণু পাওয়া যায় আনুমানিক ৫ কোটি বছর আগের।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables