Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১০ ১৪৩২, বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫

আশুলিয়া থানার ওসি সহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০০, ২৯ মে ২০২০

প্রিন্ট:

আশুলিয়া থানার ওসি সহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু এবং একই থানার আরো ৪ পুলিশ সদস্যসহ উপজেলায় ৩২ জনের দেহে নতুন করে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে পুলিশ, পোশাক শ্রমিকসহ সব মিলিয়ে সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৩৮৭ জনে।

শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি বলেন, গত ২৭ মে পর্যন্ত ১৭৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে মোট ৩৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন।

তিনি আরও বলেন, জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় আশুলিয়া থানার ওসি রিজাউল হক দীপুসহ ওই থানার আরো কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে ৫ জন পুলিশ সদস্যের রেজাল্ট পজিটিভ এসেছে। ওই থানা থেকে আরও ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৭ মে পর্যন্ত হোম আইসোলেশনে ৯১ জনকে রাখা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton
Walton