Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ২৫ মার্চ ২০২০

প্রিন্ট:

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা : তালবাড়ীয়ায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার দোয়ালীর ওবাইদুর রহমানের ছেলে ট্রাকচালক নাবিল হোসেন ও ইব্রাহিম হোসেন।

এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে ঈশ্বরদীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে থেকে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ ট্রাকে থাকা আরো একজন নিহত হয় এবং বাসের বেশ কয়েকজন আহত হয়। পরে এ ঘটনার ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables