Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

৩৭তম বিসিএসের বাছাই পরীক্ষা শুক্রবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

৩৭তম বিসিএসের বাছাই পরীক্ষা শুক্রবার

ঢাকা : ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার। এদিন পরীক্ষায় বসবে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

সকাল নয়টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার নির্দেশনা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি কক্ষেই ঘড়ি থাকবে। পরীক্ষার কক্ষে কোনো রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিকস ডিভাইস, হাতঘড়ি, পকেটঘড়ি সঙ্গে আনা যাবে না।

ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী হাকিম উপস্থিত থাকবেন।

পিএসসির নির্দেশনা অনুযায়ী, তাতে সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে বলা হয়েছে। সকাল নয়টায় প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে। প্রার্থীদের তাতে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer