Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মীর কাশেমের দুই মেয়ে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ৩ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ১৫:৪৬, ৩ সেপ্টেম্বর ২০১৬

প্রিন্ট:

ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন মীর কাশেমের দুই মেয়ে

ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ও একাত্তরের আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় মীর কাসেমের পরিবারকে ‘শেষ সাক্ষাতের’ জন্য ডেকে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শীর্ষ এই যুদ্ধাপরাধীর দুই মেয়ে সুমাইয়া রাবেয়া ও তাহেরা তাসনিম। স্ট্যাটাসে বাবার কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ না করে ‘দুঃখিত নয়’ বলেও উল্লেখ করেন মীর কাশেমের মেয়ে। 

সারা জীবন ‘এই মৃত্যুর জন্যই সংগ্রাম করেছেন’ বলেও লিখেন মীর কাশেমের মেয়ে সুমাইয়া। 

পাঠকদের জন্য স্ট্যাটাস দুটি তুলে ধরা হলো:

সুমাইয়া রাবেয়া লিখেছেন:

‘‘আমার আব্বু নরম মনের মানুষ। প্রতিবার বক্তব্য দিতে উঠলে কেঁদে ফেলতেন। এটা সবাই জানেন। এর আগে যখন দেখা করতে গিয়েছিলাম তখন আব্বুর চেহারায় বিন্দুমাত্র বিচলতা দেখিনি, বরং সবার সাথে হাসি খুশি ছিলেন। তখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু, আমাদের ভাইবোনের জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবানা? আব্বু একগাল হেসে বললেন, শুধু তোমরা না, আমার নাতি-নাতনী, বউমা, জামাই সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমরা সবাই হেসে দিয়েছিলাম। আজকে আবার আব্বুকে দেখতে যাচ্ছি। শেষবারের মতো। কাল আব্বু থাকবে না এ নিয়ে আমরা দুঃখিত নই। শাহাদাতের মর্যাদা কজনের ভাগ্যে জোটে? এ মৃত্যুর জন্যই তো সারা জীবন সংগ্রাম করেছেন। আল্লাহ আমার আব্বুকে কবুল করে নিন।’’

তাহেরা তাসনিম লিখেছেন:

‘‘সবাই আমার বাবা মীর কাসেম আলীর জন্য দোয়া করবেন যেন তিনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে পারেন! আর আমাদের, তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দেন এবং এ দেশ ও জাতিকে তার চলে যাওয়াতে অর্থনীতি ও দেশসেবায় যে অপূরণীয় ক্ষতি হবে, তা কাটিয়ে ওঠার তৌফিক দিন। আমিন। এমকিউ আলী পরিবার!’’

Walton Refrigerator cables
Walton Refrigerator cables