
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছোট ভাই সোহাগ হোসেনকে (১৬) বটি দিয়ে জবাই করেছে আপন বড় ভাই। এ ঘটনায় ঘাতক বড় ভাই শাকিল হোসেন (১৮)কে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ১২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।
নিহত সোহাগ ও আটক বড় ভাই শাকিল ঝিকিড়া পশ্চিমপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সোহাগ ও শাকিল দুই ভাই মাদকাসক্ত ছিল। অতিরিক্ত মাদক সেবনের কারনে ক’দিন আগে শাকিলকে শিকল দিয়ে বেঁধে রাখে তার পরিবার। দু-তিনদিন পর শিকল খুলে দেয়ার পর থেকে আবারও নেশায় আসক্ত হয় সে।
বুধবার দু’ভাই এক ঘরে শুয়েছিল। রাত সোয়া ১২ টার দিকে দু’ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাকিল বটি দা দিয়ে ছোট ভাই শাকিলের গলায় কোপ দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় সোহাগকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যায় সোহাগ। ঘটনার পরই বড় ভাই শাকিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বহুমাত্রিক.কম