Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৫ ১৪৩২, রোববার ৩১ আগস্ট ২০২৫

তিন দিন ধরে ‘নিখোঁজ’ এডিসি রাশেদুল

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ১১:০৯, ১৩ মার্চ ২০২৫

প্রিন্ট:

তিন দিন ধরে ‘নিখোঁজ’ এডিসি রাশেদুল

ছবি: সংগৃহীত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে অফিসেও আসছেন না। তিনি জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি। তবে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে সে পলাতক।

২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গত রোববার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।

পুলিশ কমিশনার জানান, রাশেদুল  অননুমোদিত ভাবে কর্মস্থলে আসছেন না, সে পলাতক আছে। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables