Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৫ ১৪৩২, মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের

ফাইল ছবি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, গত ২৩ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন ২৪ আগস্ট তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables