Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩২, শনিবার ১৪ জুন ২০২৫

অষ্টগ্রাম হাওরে বজ্রপাতে যুবক নিহত 

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ১৩ জুন ২০২৪

প্রিন্ট:

অষ্টগ্রাম হাওরে বজ্রপাতে যুবক নিহত 

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বজ্রপাতে যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকেএ পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বিলমাকশা হাওরের কেওডাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া (২২) পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান গ্রামের রফিক মিয়ার ছেলে। নিহত রাকিব পেশায় হাঁসের খামারী ছিলেন। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাসেদ মিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। 

এ সময় নিহত রাকিব কেওডাঘাট হাওরের কাছে তার হাঁসের খামারে কাজ করছিলো। বজ্রপাতে রাকিব গুরুতর আহত হয়। পরে খামারে থাকা তার সহযোগীরা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer