Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

হলমার্কের এমডি ও স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ১৯ মার্চ ২০২৪

প্রিন্ট:

হলমার্কের এমডি ও স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

প্রায় চার হাজার কোটি টাকা দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১ মামলার মধ্যে একটিতে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার বাকি ৭ আসামীর প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

গত ২৮ জানুয়ারি মামলার যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের তারিখ ২৮ ফেব্রুয়ারি ঠিক করেছিলেন। তবে ওইদিন রায় থেকে মামলাটি উত্তোলন করে আরও দুই জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এরপর দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ১২ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ১৯ মার্চ ঠিক করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer