Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ বন্ধ

ফাইল ছবি

ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে প্রথম দিন বুধবার একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোট প্রদান করেছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। এ সময় তারা জরুরি বৈঠকে বসেছেন বলে যুগান্তরকে জানান।