Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১ ১৪৩২, শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫

তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার জামাত সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

তুরাগ তীরে দেশের বৃহত্তম জুমার জামাত সম্পন্ন

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৫১ মিনিটে এই নামাজ শেষ হয়।

নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি ও  কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন।

উল্লেখ্য, বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables