Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে: সাহাবুদ্দিন চপ্পু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে: সাহাবুদ্দিন চপ্পু

ছবি- সংগৃহীত

দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে।

রোববার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন ভবনে যান। ওই প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ দলের সঙ্গে সাহাবুদ্দিন চুপ্পু নিজেও নির্বাচন কমিশনে যান।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ ২২তম রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গত ৭ ফেব্রুয়ারি পার্লামেন্টারি পার্টির বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দেয়া হয়। তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেন।

ওবায়দুল কাদের রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের নাম প্রস্তাব করেন, আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ তা সমর্থন করেন।

মনোনয়ন জমা দেয়ার পর সাংবাদিকদের একের পর এক অনুরোধের মধ্যে সাহাবুদ্দিন চুপ্‌পু শুধু বলেন, ‘সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer