Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

আল-আকসার মিম্বরে বিবর্ণ পূর্ণিমা

নূরজাহান শিল্পী

প্রকাশিত: ০৮:২৫, ১৯ মে ২০২১

প্রিন্ট:

আল-আকসার মিম্বরে বিবর্ণ পূর্ণিমা

প্রিয় আত্মজেরা বুকের ওমে যখন জড়িয়ে থাকে,
তইরন আবাবিল পাখি ডানা ঝাপটায় গাজার দুঃস্বপ্নের অন্তরীক্ষে
আশ্রয়হীনদের আশ্রয় দিয়ে
বিস্বাসঘাতকতার দাবানলে পুড়ছে ফিলিস্তিন।
মনুষ্যত্ববিহীন ইসরায়েলের পৈশাচিকতায় রচিত আজ বর্বর উপাখ্যান;

বেয়নেট বুলেট গ্যাসে আল- আকসার মিম্বরে বিবর্ণ পূর্ণিমা,
বিরুদ্ধ সময়ের অপেক্ষা ইমাম মাহদীর আগমনি;
আমাকে বিদীর্ণ করে সত্তর হাজার দাজ্জালের এক চক্ষু রোষ,
প্রতিবাদহীন মেনে নেয়া সেলাইবিহীন চাদরের মুখোশ।
রক্তডুমুরের ডালে ঝরছে নিষ্পাপ আত্মার ক্রন্দনের উৎসব,
ইমাম মাহদীর অপেক্ষমান ছায়ার মুখাবয়বে অসহায়ত্বের ছাপ!
কফিনবন্দি লাশে জলের ঘূর্ণায়মান নাজাতের আহাজারি,
প্রার্থনার হাত গুলো ঊর্ধ্বাকাশে
দ্যাখো আত্মাহীন শরীর গলে
পাথরের গভীরে লেপ্টে থাকা নিনাদে।
নিখোঁজ মানবতার বিজ্ঞাপনে
অসুরের মন কাঁদে না কভু বিষাদে।

স্বরধ্বনির ভেতর শব্দের ব্যুৎপত্তি ধর্ম না খুঁজা রক্তাক্ত মুখে,
একদিন নতুন সূর্যোদয়ের প্রাতে জাগবে আলো প্যালেস্টাইনের বুকে।

কেন্ট, লন্ডন-যুক্তরাজ্য 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables