Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন সোমবার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত ২৯তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার ওয়েব সাইট উদ্বোধন কাল। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এ ওয়েব সাইটটি উদ্বোধন করবেন।

ঢাকায় প্রাপ্ত আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয় ,এদিন সকাল ৯ টায় ( নিউ ইয়র্ক সময় ৬ সেপ্টেম্বর রাত ১১টা) বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ভার্চুয়াল জুমে মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি বইমেলার ফেসবুক পেইজ https://www.facebook.com/newyorkboimela এ সরাসরি সম্প্রচার হবে।

নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২০ সালের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই বইমেলা শুরু হচ্ছে এবং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানের পাশাপাশি সারা পৃথিবীর মানুষ ঘরে বসে তাঁদের পছন্দের বই ক্রয় করতে পারবেন জানিয়ে তিনি বলেন, বাংলা ভাষার, বাংলা প্রকাশনার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই বইমেলার মাধ্যমে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , কোভিড ১৯ এর ফলে আয়োজিত ভার্চুয়াল এই বইমেলায় মুক্তধারা ফাউন্ডেশন পৃথবীর সকল প্রান্তে বসবাসরত বাঙালি লেখকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে, তেমনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিকদের অংশগ্রহণও চূড়ান্ত।

২৯তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার টাইটেল স্পন্সর হলো বাংলাদেশের আইএফআইসি ব্যাংক লিমিটেড। ১০ দিনের এই বইমেলা ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন সবাইকে বইমেলায় যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer