Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

কবি কাজী রকিবুল ইসলামকে জন্মদ‌িন‌ের শুভেচ্ছা

মুস্তাক মুহাম্মদ, ঝিকরগাছা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৭, ২৮ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

কবি কাজী রকিবুল ইসলামকে জন্মদ‌িন‌ের শুভেচ্ছা

ছবি: বহুমাত্রিক.কম

যশ‌োর: বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিদ্রোহী সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে যশোর শহরের কেশবলাল রোডের কারুকাজে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, নির্বাহী সদস্য নাসির উদ্দিন, সদস্য আরশি গাইন, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় কবিকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কপ‌োতাক্ষ সাহ‌িত্য পর‌িষদ বাঁকড়ার পক্ষে শুভ‌েচ্ছা জানায় কব‌ি মুস্তাক মুহাম্মদ, কব‌ি মুহা: আবুল কালাম অাজাদ, কব‌ি কওছার আলি গোলদার ,কব‌ি হ‌েলাল আনওয়ার , কব‌ি মুহাম্মদ শামীম, কব‌ি গাজী ম‌েহ‌েদী হাসান , কব‌ি এম এম নজরুল ইসলাম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables