Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

যশোর শহরের মুক্তিযোদ্ধা সেলিমের দাফন সম্পন্ন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ২৪ আগস্ট ২০১৯

প্রিন্ট:

যশোর শহরের মুক্তিযোদ্ধা সেলিমের দাফন সম্পন্ন

যশোর: শ্বাসকষ্টের কারণে যশোর শহরের পুরাতন কসবার বিমানবন্দর সড়কের বীরমুক্তিযোদ্ধা এএসএম সেলিমের গার্ড অফ অনার শেষে শুক্রবার বাদ জুম্মা শহরের কারবলা কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। তিনি বৃৃহস্পতিবার সন্ধায় যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

প্রয়াতের ছেলে শাহিন হোসেন জানান, বীরমুক্তিযোদ্ধা এএসএম সেলিম (৭২) বৃহস্পতিবার বিকেলে শ্বাসকষ্ঠ বেড়ে যায়। এসময় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের বিকেল ৬টার দিকে ডাক্তার কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, গতকাল শুক্রবার বাদ জুম্মা রাষ্টিয় মর্জাদায় গার্ড অফ অনার দেওয়া হয়৷ পরে জানাজা শেষে কারবালা গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীছাপা গ্রামে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables