Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

হাসপাতাল ছাড়লেন ব্যারিস্টার রফিক-উল হক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

হাসপাতাল ছাড়লেন ব্যারিস্টার রফিক-উল হক

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন।

এর আগে শুক্রবার বিকেলে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় প্রবীণ এই আইনজীবীকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ জানান, ব্যারিস্টার রফিক-উল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার স্বাভাবিক থাকায় শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।