Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত ২১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১৯ নভেম্বর ২০২০

আপডেট: ১১:২৪, ১৯ নভেম্বর ২০২০

প্রিন্ট:

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত ২১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ থাকবে আরও একমাস।করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তকে অপ্রয়োজনীয় ভ্রমণে বন্ধ রাখার চুক্তি বাড়িয়ে দিয়েছে কানাডা।

নিষেধাজ্ঞা মার্চ মাসে আরোপিত হওয়ার পর থেকেই প্রতিমাসে মাসিক ভিত্তিতে যৌথভাবে মেয়াদ বাড়াচ্ছে দুই দেশ। ইতোমধ্যেই কানাডা এবং যুক্তরাষ্ট্র তাদের ভাগ করা স্থলসীমান্তকে অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য বন্ধ করতে সম্মত হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ না কমা পর্যন্ত নিষেধাজ্ঞা চলেবে।

কানাডা এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই গত মার্চ মাস থেকে ছুটি, দিনের ভ্রমণ এবং আন্তঃসীমান্ত শপিং এর জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে। তবে জরুরি সেবা কাজে নিয়োজিত যেমন-স্বাস্থ্যসেবা , এয়ারলাইনস ক্রু এবং ট্রাক ড্রাইভারদের মতো প্রয়োজনীয় আন্তঃসীমান্ত কর্মীদের এখনও বর্ডার পার হওয়ার অনুমতি রয়েছে।

যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশি।

অন্যদিকে, কানাডায় সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ফলে হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

এখন পর্যন্ত কানাডায় ৩ লাখ ১১ হাজার ১০৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং ১১ হাজার ১৮৬ জন মারা গেছে, এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩২১ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables